0 328

মাগুরার শ্রীপুরে মালো সম্প্রাদায়ের স্বামী-স্ত্রীকে মারধরের ঘটনায় প্রতিবাদসভা।
মোঃ মিরাজ শেখ – (মাগুরা):
মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের ঘাসিয়ারা গ্রামের সুনীল রায় ও তার স্ত্রী পুস্প রানী রায়কে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কতিপয় ব্যক্তি মারধরের ঘটনায় এলাকাবাসী পাকা সড়ক অবরোধ করে প্রতিবাদসভা ও বিক্ষোভ সমাবেশ করেছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে। ভুক্তভোগি পরিবারের লোকজন অভিযোগ করেন, একই এলাকা প্রভাবশালী ব্যক্তি আহম্মদ আলী মিয়া ও তার পরিবার দীর্ঘ ২৫-৩০ বছর ধরে হিন্দু অধ্যুষিত ঘাসিয়ারা গ্রামের এই মালোপাড়ার নিরীহ লোকজনদের বিভিন্ন সময়ে, বিভিন্নভাবে অত্যাচার ও নির্যাতন করে আসছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে তুচ্ছ ঘটনায়, সে এবং তার ছেলে ইব্রাহিম মিয়া দু’ জনে মিলে ওই পাড়ার সবচেয়ে নিরীহ ও অসহায় ব্যক্তি সুনীল রায়কে হত্যার উদ্দেশ্যে গলা টিপে শ্বাসরোধ করে উচু থেকে মাটিতে ফেলে মারাত্বক আহত করে। স্বামীকে বাচাতে গিয়ে স্ত্রী পুষ্প রানী রায়ও মারধরের শিকার হন। পরে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে স্বামী-স্ত্রীকে উদ্ধার করে মূমূর্ষ অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার পরপরই এলাকার হিন্দু-মুসলমানসহ স্থানীয় লোকজন ঐক্যবদ্ধ হয়ে ঘাসিয়াড়া-নাকোল পাঁকা সড়ক আবরোধ করে আহম্মদ ও তার ছেলের বিচারের দাবীতে প্রতিবাদসভা ও বিক্ষোভ সমাবেশ করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করেন।
এবিষয়ে অভিযুক্ত আহম্মদ আলী মিয়া সৃষ্ট ঘটনা অস্বীকার করে বলেন, মালোপাড়ার হিন্দু সম্প্রদায়ের লোকজন তার ছেলের উপর অতর্কিত হামলা করে মারপিট করছিল তখন আমি ছেলেকে নিয়ে টেনে নিয়ে বাড়ির মধ্যে নিয়ে যাই। এর চেয়ে বেশী কিছু আমি জানি না।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় জানান, জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে পার্শ্ববর্তী হিন্দু – মুসলিম দুটি পরিবারের মধ্যে গন্ডগোল হয়েছে। এ ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।