
স্মৃতি-কবিতা
সোনার বাংলাদেশ
মোঃ জাহাঙ্গীর আলম বেপারী।
—– —– —–
আবহমান বাংলায় যেখানে দেখিবে যাহা
সবুজ শ্যামল কিংবা অট্যালিকা বিদ্যমান।
বুঝবে সেখানেই পরশ লেগেছে
মহাননেতা শেখমুজিবুর রহমান।
স্বাধীনতা এনেছে মানুষে সমাজে
স্বাধীন করেছে এদেশ।
স্বপ্নছিল চোখেমুখে সদা
গরবে সোনার বাংলাদেশ।
ঘাতকেরা ছিল পশ্চিমা দোষর
লালশা তাদের লুটেখাবে এইদেশ।
নাপেলে সুযোগ দিশেহারা তারা
মুজিব পরিবার করে নিঃশেষ।
ভেবেছিল তারা পুত্রধর ছারা
মুজিব প্রেমিরা সবশেষ।
বুঝেনিতো তারা রক্তের ধারা শেখহাসিনা সাজাবে বাবার সোনানা বাংলাদেশ।