
রাজধানীর শ্যামপুরে মানব পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪ নারী।
এম এ জব্বারঃ
রাজধানীর শ্যামপুর মডেল থানাধীন ঢাকা মাওয়া রোড আউটগোয়িং ধোলাইপাড় মোড় মসজিদের মেইন, রাস্তার উপর থেকে মানবপাচারকারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে শ্যামপুর মডেল থানা পুলিশ – এস এই মোহাম্মদ সাকিব হোসেন।
এসময় প্রলোভনে থাকা চার নারীকেও উদ্ধার করেছে শ্যামপুর মডেল থানা পুলিশ।
পাচারকারী চক্রের চার সদস্য হলো, উম্মে হানি ডলি (৩৮), মোঃ নাজমুল (৩৫), মোঃ হাসান অজ্ঞাতনামা।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) এ তথ্য জানান, শ্যামপুর মডেল থানার ওসি মোঃ নজরুল ইসলাম।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শ্যামপুর মডেল থানা পুলিশ গোপন খবরের ভিত্তিতে জানতে পারে, পরে এস আই মোহাম্মদ সাকিব হোসেন তার অফিসার ও ফোর্সের সহায়তায় ডিএমপি ঢাকার শ্যামপুর মডেল থানাধীন, পোস্তগোলা ঢাকা মাওয়া রোড আউটগোয়িং ধোলাইপাড় মোড় মসজিদের মেইন, রাস্তার উপর থেকে মানবপাচারকারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় প্রলোভনে থাকা ৪ নারীকে উদ্ধার করে শ্যামপুর মডেল থানা পুলিশ।
তিনি আরও জানান, গ্রেফতার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামিরা একটি মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজসে দেশের বিভিন্ন স্থান থেকে বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীদের ফাঁদে ফেলে।
পাচারকারীদের হাত থেকে উদ্ধারকারী নারীরা সকলে নারায়ণগঞ্জ জেলাবাসী। এসকল নারীদের অনৈতিক কাজ করতে বাধ্য করেন পাচারকারী সদস্যরা।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।