প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৪, ২০২৫, ৭:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২০, ২০২৩, ২:০৮ পূর্বাহ্ণ
উতলা মন

কবি জামাল
নদীর ধারে আছি বন্ধু
শীতল হাওয়া বয়,
বৈচিত্র এই ভেলার টানে
মন উতলা হয়।
জলের উপর দাড়িয়ে আমি
শত স্বপ্ন আঁকি
মনের সুখে তোমায় আমি
সুর বাঁধিয়ে ডাকি।
চোখে আমার চশমা কালো
মনটা ভিশন ভালো
তোমার মায়ায় মিষ্টি আশায়
ভেসেছি তোমায় ভালো।
মুগ্ধ আকাশ স্নিগ্ধ বায়ু
জলের আবরনে
আমায় ডাকে বারে বারে
অজানা শিহরণে।
আসবো আমি ভাসবো আবার
তোমার মুক্ত দেশে
গা ভিজিয়ে মিশবো হেসে
তোমার কোলটি ঘেঁসে।
স্রোতের ধ্বনি কানে জাগে
স্বপ্ন দেখায় মনে
উতলা হয়ে খুঁজে বেড়াই
পাশের কাঁটাবনে,,,।
© 2025 - দৈনিক সংবাদের পাতা