
শ্রদ্ধা ও যথাযথ মর্যাদার সঙ্গে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এম এ জব্বারঃ
দিবসটি উপলক্ষ্যে কদমতলী থানা, ঢাকা মহানগর দক্ষিণ, ৫৩নং ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগ কতৃক আয়োজিত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহ তাঁর পরিবারের সকল শহীদদের ৪৮তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার (১৯আগস্ট) দুপুর ১ঘটিকার সময় ৫৩নং ওয়ার্ড জুরাইন বিক্রমপুর প্লাজার নিকট থেকে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন, কাজী সেলিম সরোয়ার – আহবায়ক জাতীয় শ্রমিক লীগ, ঢাকা মহানগর দক্ষিণ।
প্রধান বক্তা ছিলেন, খান মোহাম্মদ জাহিদ – সদ্য সাবেক সাধারন সম্পাদক, কদমতলী থানা, আওয়ামী লীগ।
এছাড়া উক্ত আয়োজনে বিশেষ অতিথি ছিলেন, বাচ্চু খন্ডকার, সিনিয়র যুগ্ন আহবায়ক, জাতীয় শ্রমিক লীগ, ঢাকা মহানগর দক্ষিণ। আজহার আলী, যুগ্ন আহবায়ক, জাতীয় শ্রমিক লীগ, ঢাকা মহানগর দক্ষিণ। মোঃ হাবিব সরদার, আহবায়ক কদমতলী থানা, ঢাকা মহানগর দক্ষিণ।
মোঃ দেলোয়ার হোসেন শান্ত, যুগ্ন আহবায়ক, শ্যামপুর থানা, জাতীয় শ্রমিক লীগ, ঢাকা মহানগর দক্ষিণ।
উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন, মোতালেব ফকির, সাবেক সহ সভাপতি, ৫৩নং ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগ, কদমতলী থানা।
তাছাড়া উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে কদমতলী থানা ৫৩নং ওয়ার্ডের আওয়ামী লীগের অনান্য সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল সমাপ্তিতে তোবারক বিতরণ করা হয়ে থাকে।