0 400

শ্রীপুরের দ্বারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী পালিত।
মোঃ মিরাজ শেখ – (মাগুরা):
মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বরে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।
দ্বারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নওয়াজেশ আলী বিশ্বাস বাঁশির সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শিহাবুল ইসলাম শিহাবের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাখারুল ইসলাম শাকিল, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান আবদুস সবুর, জেলা জজ কোর্টের পিপি এস্কেন্দার আজম বাবলু, আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জোয়ার্দার স্বর্ণালী রিয়া, কৃষকলীগের সভাপতি নজরুল ইসলাম মোল্লা, মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা খবির হোসেন খান, জেলা পরিষদের সদস্য আরজান বিশ্বাস বাদশা, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাজেদুল ইসলাম শিমুল, সাধারণ সম্পাদক মাসুম কামাল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম সরদার প্রমুখ।
আলোচনা সভা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত হওয়া সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।