নীলফামারীর সৈয়দপুর বাসটার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ৬হাজার ৬’শ টি ইয়াবা বড়িসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের একটি অভিযানিক দল।
উদ্ধার হওয়া ইয়াবা বড়ির দাম প্রায় ২৬লাখ ৪০হাজার টাকা। এ ঘটনায় সৈয়দপুর থানায় একটি মামলা করেছেন দফতরটির পরিদর্শক শফিকুল ইসলাম।
শনিবার সন্ধ্যার দিকে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন বান্দরবান জেলার বোয়াংছড়ি উপজেলার শুকনাঝিড়ি এলাকার ফুলকুমার তঞ্চঙ্ঘ্যার ছেলে ইরাধন তঞ্চঙ্ঘ্যা(৩১) ও তার স্ত্রী পুইচ্চাবি তঞ্চঙ্ঘ্যা(২৫) ও কক্সবাজার জেলার উখিয়া উপজেলার তেলখোলা এলাকার পানছিমং চাকমার ছেলে মংকেও চাকমা(৩০)।