0 345

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিয়ের দাবি নিয়ে প্রমিকের বাড়িতে প্রেমিকার অনশন।
মোঃ সাইফুল ইসলাম – (ঠাকুরগাঁও):
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে স্ত্রীর স্বীকৃতি চেয়ে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশন করছে এবারের দাখিল পরীক্ষায় উত্তিন্ন ছাত্রী প্রেমিকা (১৬)। মঙ্গলবার (২২আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে অনশন শুরু করেন তিনি।
জানা গেছে, প্রেমিক আসাদুজ্জামান উপজেলার চাড়োল ইউনিয়নের কাঁচনা মধুপুর গ্রামের আব্দুর জব্বারের ছেলে। আর প্রেমিকার বাড়ি একেই গ্রামে। দুবছর পূর্বে তাদের পরিচয় হয়। ধীরে ধীরে এই সম্পর্ক প্রেমে পরিণত হয়।
সম্পর্কের এক পর্যায়ে দুজনের মধ্যে শারিরিক সম্পর্ক ও হয়। এরপর ওই তরুণীকে এড়িয়ে চলতে থাকে প্রেমিক।
ঐ তরুণীর মা জানান, মঙ্গলবার সকালে কাজের সন্ধানে বাইরে যাই। বিকেলে বাড়িতে ফিরে দেখেন তার মেয়ে ঘরে নেই। পরে খোঁজ খবর নিয়ে জানতে পারেন তার মেয়ে প্রেমিক আসাদুজ্জামানের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করছে।
তারা প্রভাবশালী হওয়ায় আমার মেয়েটাকে স্ত্রীর স্বীকৃতি না দিয়ে তার পরিবারের লোকজন মিলে মেয়েকে মারপিট ও নির্যাতন করছে।
আসাদুজ্জামানের দুলাভাই মধুপুর গ্রামের সামশুজ্জোহা বারবার পুলিশের ভয় দেখাচ্ছে। তারা টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, ইজ্জতের মূল্য তো আর টাকা দিয়ে পূরণ হয় না। আসাদুজ্জামানের বাবা আব্দুল জব্বার জানান,এক তরুণী গত মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে আমাদের বাড়িতে এসে আমার বিবাহিত ছেলে এক কন্যা সন্তানের জনক আসাদুজ্জামানকে সে বিয়ের দাবিতে অবস্থান করছেন।
আমাদের প্রতিপক্ষরা আমাদেরকে হয়রানি ও ফাঁসানোর জন্য এমনটা করছে বলে তিনি দাবি করেন। স্থানীয় ২ নং চাড়োল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীলিপ কুমার চ্যাটাজি বাবু জানান, এ ঘটনাটির ব্যাপারে উভয় পক্ষের লোকজনের সাথে কথা হয়েছে এবং বিষয়টি যতদ্রুত সম্ভব সামাজিকভাবে মিমাংসা করতে বলা হয়েছে। ঘটনাস্থলে গ্রাম পুলিশ মোতায়ন করা হয়েছে।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খায়রুল আনাম জানান, ঘটনাটির বিষয়ে আমরা অবহিত আছি। ভিকটিমের পরিবার থেকে এ বিষয়ে অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে