সবার কথা বলে

বালিয়াডাঙ্গীতে ৩শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0 345
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ৩শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানা পুলিশ কৃতক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩০০ পিস ইয়াবা  ট্যাবলেট সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মহাসিন আলী ওরফে মইন (৫৫) মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২আগস্ট/২৩) উপজেলার বড়বাড়ী ইউনিয়নের অন্তর্গত ফুলতলা পল্লী বিদ্যুৎ গ্রামের জৈনেক জাহাঙ্গীর হোসেনের বয়রাগী ঘাটে আম বাগানের সেমিপাকা ঘরের দক্ষিণ পাশে ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পর কুখ্যাত মাদক ব্যবসায়ী মহাসিন আলী ওরফে মইন (৫৫) গ্রেফতার করে ঠাকুরগাঁও আদালতের বিচারকের নিকট হাজির করা হয়।
গ্রেফতারকৃত কুখ্যাত মাদক ব্যবসায়ী মহাসিন আলী ওরফে মইন হলো- উপজেলার ফুলতলা পল্লী বিদ্যুৎ পাড়া গ্রামের মরহুম ঝড়ুয়া মোহাম্মদের ছেলে। সে অন্য ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করে আসতো। এমন গোপন সংবাদের ভিত্তিত্বে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম এর নির্দেশনায় বালিয়াডাঙ্গী থানার একটি চৌকশ পুলিশের টিম অভিযান পরিচালনা করে ৩শপিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এসময় মহাসিন আলী ওরফে মইন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাবার চেষ্টা কারলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
এব্যাপারে বালিয়াডাঙ্গী থানা পুলিশ বাদী হয়ে আটককৃত মহাসিন আলী ওরফে মইনকে আসামী করে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে। ইতিপূর্বে  তার বাড়ী থেকে পুলিশ মাদক দ্রব্য উদ্ধারের পর তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠালে কিছুদিন জেলে থাকার পর জামিনে মুক্তি পেয়ে বাড়ীতে ফিরে এসে আবারো মাদক ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে । জানা যায় মহসিন আলী ওরফে ম‌ইন এর নামে আরো মাদকের মামলা রয়েছে।
এব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইন্চার্জ (ওসি) খায়রুল আনাম বলেন, মাদক মামলার আটককৃত আসামীকে ঠাকুরগাঁও বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.