0 376

মাগুরার শ্রীপুরে অস্ত্রবিহীন ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন।
মোঃ মিরাজ শেখ – (মাগুরা):
মাগুরার শ্রীপুরে ১০দিন ব্যাপী গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ প্রথম ধাপ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উপজেলার আমতৈল মাধ্যমিক বিদ্যালয় হল রুমে গত সোমবার (২১ আগস্ট) দুপুরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় এ প্রশিক্ষণের আয়োজন করে।
শ্রীপুর উপজেলা ভারপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে মাগুরা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ ভিবিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত, ছিলেন মাগুরা সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা টিপু সুলতান গাজী, আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান লাভু, সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পান্না খাতুন ও শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু।
এছাড়াও উপজেলার ৮টি ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন আনসার ও ভিডিপি কমান্ডার ও প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে বিভিন্ন ক্যাটাগরিত সব্দালপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের ৩টি গ্রামের ৬৪জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেছেন এবং এ প্রশিক্ষন ৩১ আগস্ট পর্যন্ত চলমান থাকবে। সফলভাবে প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদেরকে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের পক্ষ থেকে কৃতিত্বের সনদপত্র ও সম্মানী প্রদান করা হবে।
আলোচনাসভা শেষে প্রধান অতিথি মাগুরা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ ভি,বি,এম শোকাবহ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে দোয়া অনুষ্ঠান ও বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপন করেন।