৭নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে মাদক বিরোধী মত - বিনিময় সভা।
ডা. আজাদ খান - (বিশেষ প্রতিনিধি):
সামাজিক সকল অপরাধের মূল উৎস সর্বনাশা মাদক! আসুন সবাই মিলে মাদক কে না বলি, মাদক মুক্ত পরিচ্ছন্ন সমাজ গড়ি।
শুক্রবার (২৫ আগস্ট) বিকাল ৪ ঘটিকার সময়ে জামালপুর পৌরসভার ০৭নং ওয়ার্ডের যুব সমাজের উদ্দোগে পিটিআই রোড পশ্চিম ফুলবাড়িয়া ওয়ার্ল্ড ভিশন অফিস সংলগ্ন, মরহুম মনর উদ্দিন শেখের বাড়ির প্রাঙ্গণে, মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে দলমত নির্বিশেষে এলাকার সকল শ্রেনী পেশার লোক মিলে এক মাদক বিরোধী মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক মোঃ এনামুল হক খান মিলন এর সঞ্চালনায় এবং জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর আলী আজাদ মোল্লা 'র সভাপতিত্বে উক্ত মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজী শাহ্ নেওয়াজ, অফিসার্স ইনচার্জ, জামালপুর সদর থানা, জামালপুর ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, বিশিষ্ট মানবাধিকার কর্মী ও সভাপতি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, জামালপুর।
এলাকার গন্যমান্য সূধীজন সহ আরো যারা উপস্হিত থেকে তাদের মূল্যবান বক্তব্য ও মতবিনিময় পেশ করেন, তারা হলেন- বিট পুলিশ কর্মকর্তা রেজাউল করিম, জামালপুর পৌরসভার ০৭, ০৮ ও ০৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর, ফাতেমা বেগম মেঘলা, জাতীয় শ্রমিক লীগ, জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, মোঃ সোলায়মান হোসেন (লাল), প্রভাষক মোঃ আব্দুল মোত্তালেব খান, ০৭নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক, শরিফুল হাসান সুমন, ০৭নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক, মোঃ মমিনুল হক খান মমিন, পশ্চিম ফুলবাড়িয়া জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক, মোঃ জহুরুল ইসলাম (সাবেক সেনা সদস্য) প্রমুখ।
সভায় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত ব্যক্তিদের তালিকা তৈরি করে সদর থানায় জমা দেওয়া, ঘরে ঘরে অভিভাবকদের মাঝে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ, যুবসমাজের মাঝে জাগরণমূলক এবং সৃজনশীল কাজে সম্পৃক্ত করাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি কাজী শাহনেওয়াজ বলেন, মাদক ব্যবসায়ীদের তথ্য এবং তাদের অবস্থান দিয়ে সহায়তা করুন। তাদের সাথে কোন আপোস নাই। এরা দেশ ও সমাজের শত্রু। তিনি যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা মাদকের নেশায় যুক্ত তারা সুপথে ফিরে আসো। তোমাদের ফুল দিয়ে বরণ করা হবে নইলে কারাগারই হবে তোমাদের একমাত্র এবং শেষ ঠিকানা।
প্রধান বক্তা জাহাঙ্গীর সেলিম বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যুবসমাজ জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। বর্তমানে দেশের ৬৫ ভাগ যুবক যদি মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় তাহলে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। একটি দেশবিরোধী গোষ্ঠী যুবসমাজকে পঙ্গু করে রাখার উদ্দেশ্যে মাদকে সয়লাব করে ফেলছে গোটা সমাজকে। আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলি।
মতবিনিময় ও আলোচনা সভার শেষে এনামুল হক খান মিলনকে আহ্বায়ক করে ৭ সদস্যবিশিষ্ট মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে একটি কমিটি গঠন করা হয়।