0 340
মাগুরার শ্রীপুরে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ও চেক বিতরণ।
মোঃ মিরাজ শেখ – (মাগুরা):
মাগুরার শ্রীপুর উপজেলা জাতীয় মহিলা সংস্থার অন্তর্ভুক্ত তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমাতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শ্রীপুর উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাজমুন নাহার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীন। প্রধান বক্তা ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার। শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান নারগিস সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, প্রকল্প কর্মকর্তা বিবেকানন্দ মন্ডল টুটুল, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কৃষ্ণা রানী দাস,জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী হুমায়ুন বিশ্বাস ও সফল উদ্যোক্তা মৌসুমি খাতুন প্রমুখ।
এসময় ফ্যাশন ডিজাইন, বিউটিফিকেশন, ক্যাটারিং ও ইন্টেরিয়র ডিজাইন এ্যান্ড ইভেন্ট মেনেজমেন্টে ৮০ দিনের প্রশিক্ষণে অংশগ্রহনকারী প্রশিক্ষণার্থী ও বিজনেস মেনেজমেন্ট এ্যান্ড ই-কমার্সে ৪০দিনের প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীসহ মোট ৩’শত উদ্যোক্তাদের মাঝে একাউন্ট-পে চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমাতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় ৪ শতাধিক উদ্যোক্তাবৃন্দ ।