0 329

হাজিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের লা-শ পাওয়া গেল ঝিনাই নদীর পারে।
এমদাদুল হক – (জামালপুর):
জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের হাজিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মমিনুল ইসলাম রিপন(৫৫) এর লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার চান্দের হাওড়া এলাকার ঝিনাই নদীর কিনার থেকে ওই শিক্ষকের লাশ উদ্ধার করা হয়। মৃ’ত শিক্ষক হাজিপুর এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। মৃতের পরিবার সুত্র জানায়, বৃহস্পতিবার বিকালে মমিনুল ইসলাম বন্ধুদের সাথে জামালপুরের মেলান্দহে রৌমারী বিলে নৌকা ভ্রমণে বেড়াতে যান। পরে তিনি আর বাড়ি ফিরেন নি। পরে শুক্রবার সকালে চান্দের হাওড়া এলাকার ঝিনাই নদীর কিনারে তার লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা মৃ’ত দেহটি উদ্ধার করে।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, এলাকার একজন প্রভাবশালীর নেতৃত্বে রৌমারী বিলসহ ঝিনাই নদীতে ওয়ানটেনের জুয়ার আসর চলত।ওই আসরে বিভিন্ন জেলা থেকে জুয়ারীরা আসত।
ঘটনার দিন ওই আসরে মমিনুল ইসলাম রিপনসহ এলাকার আরও জুয়ারীরা ছিল।পরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে মেলান্দহ থানা পুলিশ রৌমারী বিলে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১১ জুয়ারীকে আটক করে।
এ সময় জুয়ার আসর থেকে মমিনুল ইসলামসহ আরও কয়েকজন জুয়ারী নদীতে ঝাপ দেন। পরে শুক্রবার সকালে ঝিনাই নদীতে তার লাশ ভেসে উঠে।
আটককৃত জুয়ারীরা হলেন, জামালপুর পৌরসভার দড়িপাড়া এলাকার মৃত আফসার মন্ডলের ছেলে হেলাল মিয়া(৬০), বসাকপাড়া এলাকার স্বর্গীয় শ্রী রজনী দাসের ছেলে শ্রী সুকুমার দাস(৬৬), বাগেরহাট বটতলা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক লিটন(৬০), জামালপুর সদর উপজেলা নান্দিনা এলাকার মৃত আব্দুর জব্বারের ছেলে ওয়াদুদ মিয়া (৫৫), মাদারগঞ্জ উপজেলার মহিষবাতান এলাকার মৃত গিয়াস উদ্দিন মন্ডলের ছেলে খোরশেদ আল্ম(৫২), মধুপুর উপজেলার আঙ্গিনাপাড়া গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে কাশেম মিয়া(৬০), ধনবাড়ি উপজেলার সুইজলকর গ্রামের মৃত ভ্রমর শেখের ছেলে টোকা মিয়া(৫০)।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন রৌমারী বিলে নৌকায় জুয়া খেলা হয় এমন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১১ জনকে আটক করে এবং অন্ধকারে বেশ কয়েকজন লাফিয়ে পালিয়ে যায়।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।