সবার কথা বলে

তত্ত্বাবধায়ক সরকার এদেশে আর কোনদিন আসবে না

0 428
তত্ত্বাবধায়ক সরকার এদেশে আর কোনদিন আসবে না : সাইফুজ্জামান শিখর এমপি।
মোঃ মিরাজ শেখ – (মাগুরা):
মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্জ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বলেছেন, বাংলাদেশে আর কোনোদিন তত্ত্বাবধায়ক সরকার আসবে না, এই সরকারের নেতৃত্বেই নির্বাচন হবে। বিএনপি বলেছে, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা নির্বাচনে যাবে না। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার এদেশে আর কোনদিন আসবে না। জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীই থাকবেন। তাঁর নেতৃত্বেই নির্বাচন হবে। বিএনপি যদি এ নির্বাচনে আসে তো বড়ই ভাল, আর যদি না আসে তাহলে ১৪ সালের মতো অবস্থা হবে। শোকাবহ ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলি বলেন।
শোকাবহ আগস্ট পালনের লক্ষে মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্জ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এর নেতৃত্বে মাগুরা জেলা আওয়ামী লীগ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছেন। এর অংশ হিসেবে শ্রীপুর উপজেলার ৮ টি ইউনিয়নে আওয়ামী লীগ ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে পৃথক পৃথকভাবে শোকসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাসব্যাপী শোকাবহ আগস্ট কর্মসুচির মধ্যে শ্রীপুর উপজেলায় ২৬ আগস্ট ছিল পালনের শেষ দিন।
শ্রীপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগ শনিবার  বিকেলে শ্রীপুর সরকারি এম, সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়  প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে। মেঘাচ্ছন্ন আকাশ আর গুঁড়িগুঁড়ি বৃষ্টিকে উপেক্ষা করে দুপুরের পর থেকেই শ্রীপুর সদর ইউনিয়ন ছাড়াও উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে আওয়ামী লীগের শতশত নারী-পুরুষ মিছিল নিয়ে স্বতঃস্ফুর্তভাকে শোকসভায় অংশগ্রহন করেন।
শ্রীপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমানের সঞ্চালনায় শোকসভায় সভাপতিত্ব করেন শ্রীপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ বাদিয়ার রহমান মন্ডল ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্য-নির্বাহী কমিটির সদস্য নির্মল চ্যাটার্জী, মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আ.ফ.ম. ফাত্তাহ, সাধারন সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, জেলা  আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসের বাবলু, সাংগঠনিক সম্পাদক পঙ্কজ সাহা, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক হুমাউনুর রশীদ মুহিত, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, যুগ্ম সম্পাদক কাজী তারিকুল ইসলাম, জেলা যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান স্বপন , উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী স্বর্ণালী জোয়ারদার রিয়া ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম টোকনসহ আরও অনেকে। এছাড়াও অনুষ্ঠানে জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ এবং ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
আলোচনাসভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.