সবার কথা বলে

সৈয়দপুরে ২৫০ শয্যা বিশিষ্ট রেলওয়ে হাসপাতাল ও ৫০ আসনের মেডিকেল কলেজ স্থাপন

0 262
প্রধানমন্ত্রী কার্য্যলয় থেকে সৈয়দপুরে ২৫০ শয্যা বিশিষ্ট রেলওয়ে হাসপাতাল ও ৫০ আসনের মেডিকেল কলেজ স্থাপন।
মাসুদুর রহমান – (নীলফামারী):
নীলফামারী সৈয়দপুর রেলওয়ে হাসপাতাল নির্মাণের অঙ্গীকার করেন রংপুর জনসমাবেশে এবং খুব তাড়াতাড়ি এর কার্যক্রম শুরু করবে বলে আশ্বাস দিয়েছেন।
২৫ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশেষ একটি টিম আসেন এই প্রকল্পের বাস্তবায়নের জন্য। এই প্রকল্পটি হবে আন্তর্জাতিক মানের। প্রকল্পটিতে ২৫০ শয্যার একটি আধুনিক হাসপাতাল ও ৫০ আসনের মেডিকেল কলেজ প্রকল্প বাস্তবায়নে চুড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। এতে বাংলাদেশ রেলওয়ের ও সৈয়দপুর রেলওয়ে হাসপাতাল এবং সন্নিবেসিত এলাকার ১০ একর জমি ব্যবহার করা হবে। যা ইতিমধ্যে নির্ধারিত করা হয়েছে।
শনিবার এ নিয়ে উপজেলা পরিষদে একটি উচ্চ পর্যায়ে পরামর্শ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশীপ (পিপিপি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) ড. মো. মুশফিকুর রহমান।
সভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। প্রকল্পের প্রেজেন্টেশন উপস্থাপন করেন পিপিপি’র অতিরিক্ত সচিব আব্দুল বাসার।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.