সবার কথা বলে

সাংবাদিককে হেয় প্রতিপন্ন করার জন্য দেহ ব্যবসায়ীর বাড়িতে ডেকে এনে লাঞ্ছিত

0 713
সৈয়দপুরে একজন সাংবাদিককে হেয় প্রতিপন্ন করার জন্য দেহ ব্যবসায়ীর বাড়িতে ডেকে এনে লাঞ্ছিত।
মোঃ মাসুদুর রহমান:
নীলফামারী, সৈয়দপুরে মো: নাজমুল হুদা নামে একজন সাংবাদিককে সু কৌশলে এক দেহ ব্যবসায়ের বাড়িতে ডেকে এনে তাকে অপমানিত লাঞ্চিত প্রতিপন্ন করে ওই এলাকাবাসীদের সামনে অপমানিত অপদস্ত করার অভিযোগ সৈয়দপুর থানায় করেন।
এই মর্মে অভিযোগ করে বলেন কতিপয় অপ- সাংবাদিক আমার সুনাম নষ্ট করার জন্য আমার পিছনে লেগে আছে। তিনি বলেন জাকির হোসেন পিতা মোঃ ওয়ারেস উদ্দিন (টিভি মেকার), মোঃ শাহজাহান আলী মনন ও টুটুল ২৮ আগস্ট রোজ সোমবার রাত আনুমানিক ৮ ঘটিকার সময় কাজীপাড়া এক দেহ ব্যবসায়ীর বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে সাংবাদিক নাজমুল হকের নাম বলে মোটা অংকের চাঁদা দাবি করে। নজমুল তাদের পাঠিয়েছে এই কথা বললে। তাদের কাছে নজমুলের নাম্বার নিয়ে নজমুলকে ডেকে নিয়ে আসলে।
নাজমুল সেখানে চ্যালেঞ্জ করে বলে, সেই মহিলাকে।সে একথা তাদেরকে কখনোই বলে নাই। সে সময় নাজমুল হুদা বলেন তাদের সঙ্গে মেলামেশা করিও না কারণ এই সাংবাদিক বিভিন্ন সন্ত্রাসীমূলক ও চাঁদাবাজির কার্যকলাপের মধ্যে জড়িত থাকে। এসব কথার মধ্যে দিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক, ঝগড়ার সৃষ্টি হলে এলাকাবাসীর লোকজন সেখানে জমা হয়।
পরবর্তীতে এলাকার লোকজন এবং অন্যান্য সাংবাদিকদের উপস্থিতিতে তাদের মীমাংসা করে দিলেও তার কিছুক্ষণ পরেই কাজীপাড়া পানির ট্যাংকির সামনে নাজমুল তার কয়েকজন সহকর্মীর সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখলে। তারা তাকে হত্যার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে এসে বেদম মারধর করে বেহুশ করে দেয়। পরবর্তীতে অন্যান্য সাংবাদিকের সহযোগিতায় সৈয়দপুর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.