সবার কথা বলে

পীরগঞ্জে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃ’ত্যু

0 302
ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃ’ত্যু।
মোঃ সাইফুল ইসলাম – (ঠাকুরগাঁও):
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় চলন্ত ট্রেনের ছাদ থেকে লাফ দিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। পীরগঞ্জ রেল স্টেশনের সহকারি মাষ্টার সোহরাব আলী সুজন বলেন, বুধবার (৩০ আগস্ট) দুপুরে পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাওসার (২৭) পীরগঞ্জ উপজেলার খামার সেনুয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে।
সহকারী মাষ্টার সোহরাব আলী সুজন বলেন, মঙ্গলবার দুপুরে পঞ্চগড় রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হয় পঞ্চগড় এক্সপ্রেস নামের ট্রেনটি। পথে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ রেলস্টেশনে পৌঁছালে ট্রেনটির ছাদ থেকে মাটিতে ঝাপ দেয় যুবক কাওসার। এ সময় সে একটি গাছের ডালে ধাক্কা খেয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয় এবং ঘটনাস্থলেই কাওসারের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, টিকিট না নিয়ে কাওসার ট্রেনের ছাদে উঠে ভ্রমণ করছিল।
ভোমরাদহ রেলস্টেশনে পৌঁছালে সে ট্রেনের ছাদ থেকে ঝাঁপিয়ে মাটিতে পরার চেষ্টা করলে তার মৃত্যু হয়েছে। সোহরাব আলী সুজন বলেন, অসাবধানতার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.