0 311

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
মোঃ সাইফুল ইসলাম – (ঠাকুরগাঁও):
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা শাখার উদ্যোগে আজ শুক্রবার (১ সেপ্টেম্বর/২৩) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
বিএনপির রাজনৈতিক গৃহিত এসব কর্মসূচি অনুযায়ী বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দিনব্যাপী মাইকে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার ভাষণ প্রচার, দোয়া মাহফিল ও আলোচনা সভা। বেলা ৩টায় দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক ইউসুফ আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ড. টিএম মাহাবুবর রহমান।
আলোচনা সভায় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট সৈয়দ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সহ সভাপতি এ্যাডভোকেট ইউসুফ আলী, আইয়ুব আলী খাঁন, সাংগঠনিক সম্পদক এ্যাডভোকেট আবেদুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মামুন আক্তার সবুর, দপ্তর সম্পাদক মকবুল হোসেন, জেলা বিএনপির নেতা সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির নেতা আব্দুল বাতেম, উপজেলা কৃষকদলের সভাপতি ইউসুফ আলী ও সাধারন সম্পাদক রবিউল ইসলাম,বড়বাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলী জিল্লুর, পাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডভোকেট জিল্লুর রহমান, বড়বাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলী জিল্লুর, দুওসুও ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সফিকুল ইসলাম বাহাদুর, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক আবু সাঈদ, উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক রাশেদ চৌধুরী, শ্রমীক দলের সভাপতি দবিরুল ইসলাম প্রমূখ।
সভাটি সঞ্চলনা করেন উপজেলা জাসাসে’র সভাপতি হারুন অর রশিদ। আলোচনার এক পযায়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ওলেমা দলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাওলানা হাসান আলী দোয়া পরিচালনা করেন। ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় স্থানীয় বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।