ভিন্নমাত্রা পুস্তক সম্মাননা -২০২৩ পেলেন বাংলার বর্ণমালা পত্রিকার সাহিত্য বিষয়ক সম্পাদিকা শামীমা আক্তার।
সাহিত্য বিষয়ক প্রতিনিধিঃ
ভিন্নমাত্রা প্রকাশনীর প্রধান নির্বাহী মুহাম্মদ মাসুম বিল্লাহর সার্বিক অব্যবস্থাপনায় গত ২/৯/২০২৩ ইং শনিবার বিকাল ৫ টায় রাজধানী ঢাকার উত্তরায় অবস্থিত হোয়াইট হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো ভিন্নমাত্রা পুস্তক ও গুণীজন সম্মাননা-২০২৩।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক মাননীয় মন্ত্রী।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন সাবেক তথ্য ও সংস্কৃতি বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – খ্যাতিমান অভিনেত্রী দিলারা জামান, মেট্রোরেল এর চীফ ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন আহমেদ, প্রধান আলোচক, প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক স্যার, স্বাগত বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী এবং ভারত থেকে ৮ জন কবি, কথাসাহিত্যিক ও শিল্পীবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মাসিক ভিন্নমাত্রার প্রধান পৃষ্ঠপোষক ও উইজডম স্কুল এন্ড কলেজ এর চেয়ারম্যান মো: মনিরুল ইসলাম।
মাননীয় মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এমপি, ভিন্নমাত্রা পুস্তক বিজয়ীদের মধ্যে সম্মাননা প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে কবিতা বিভাগে সেরা বিজয়ী হিসেবে মাননীয় মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এমপি, মহোদয়ের নিকট থেকে সম্মাননা গ্রহন করেন জাতীয় সাপ্তাহিক বাংলার বর্ণমালা পত্রিকার সাহিত্য বিষয়ক সম্পাদিকা শামীমা আক্তার। তিনি তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্হ – ঝরা পাতার কাব্য – এর জন্য সম্মাননাটি পেয়েছেন।