
বাজার সিন্ডিকেট ভেংগে দিতে জেবিডির আহ্বান।
নিজস্ব সংবাদদাতাঃ ( আবদুল্লাহ আল মামুন)
তারুণ্য নির্ভর রাজনৈতিক দল জাগ্রত বাংলাদেশ (জেবিডি) শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাজার সিন্ডিকেট ভেংগে দিতে মানববন্ধন কর্মসুচি পালন করে।
সংগঠনের সভাপতি আজমুল জিহাদের সভাপতিত্বে মানববন্ধনে সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন ভূঁইয়া, সহ-সভাপতি অ্যাড. এইউজেড প্রিন্স, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মহিউদ্দিন মামুন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. এবিএম জোবায়ের, অ্যাড. রবিউল হায়দার রবি, অ্যাড. অভি, অ্যাড. রফিকুল ইসলামসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।
হটাও সিন্ডিকেট, বাঁচাও দেশ’
সিন্ডিকেট মাফিয়া নিপাত যাক, জনতা মুক্তি পাক’, ‘ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মধ্যস্বত্বভোগী নির্ভর বাজার ব্যবস্থার বিরুদ্ধে ও সিন্ডিকেট মাফিয়াদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
মানববন্ধনে বক্তারা বলেন – ডিম সিন্ডিকেট, ডাব সিন্ডিকেট, স্লাইন সিন্ডিকেট থেকে শুরু করে মানুষের মৌলিক চাহিদাকে ভুলুন্ঠিত করে গড়ে উঠেছে এই সিন্ডিকেট মাফিয়া চক্র। এই চক্রের হাতে সাধারণ মানুষ আজ জিম্মি।
সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন ভূঁইয়া বলেন, মেহনতি মানুষের মুখের খাবারে ভাগ বসিয়েছে আজ সিন্ডিকেট নামক চক্র। তারা হাতিয়ে নিচ্ছে জনতার মাথার ঘাম পায়ে ফেলা অর্থ। সে অর্থ পাচার করে বিদেশে বেগমপাড়া বানাচ্ছে।
জাগ্রত বাংলাদেশের (জেবিডি) সভাপতি আজমুল জিহাদ বলেন, যদি আজ আমার দিন আনা দিন খাওয়া মানুষ, আমার শ্রমিক, আমার রিক্সাচালক ভাই, এতো দাম দিয়ে ভোগ্যপণ্য কিনতে না পারেন, তার সন্তানদের মুখে খাবার তুলে দিতে না পারেন, আর তখন যদি তারা চুরি ছিনতাই করতে বাধ্য হন, তাহলে এর দায় কার?