0 458
বাংলার বর্ণমালা পত্রিকার সাংবাদিক মারুফ রায়হানের ইন্তেকাল।
মোঃ মিরাজ শেখ – (স্টাফ রিপোর্টার):
গ্লোবাল টেলিভিশন ও দৈনিক ভোরের ডাক পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক বাংলার বর্ণমালা পত্রিকার মাগুরা প্রতিনিধি মারুফ রায়হান (৩৯) শুক্রবার সকালে স্ট্রোকজনিত কারণে মারা গেছেন।
পরিবারের সূত্র জানায়, মারুফ বেশ কিছুদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ জনিত রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার রাত থেকে অসুস্থ বোধ করলেও শুক্রবার সকালে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় শহরের কাজি টাওয়ার এর বাসা থেকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায়।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮ টায় মাগুরা সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. এনামুল হক মাসুম তার মৃত্যু নিশ্চিত করেন। মৃত্যুকালে তিনি বৃদ্ধা মা, স্ত্রী, দুই পুত্র সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ আসর ভায়নার পৌর গোরস্থান মসজিদের সামনে নামাজে তার জানাজা শেষে তাকে ভায়নার পৌর কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে মাগুরা -১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, পৌর মেয়র খোরশেদ হায়দার টুটুল, জেলা বিএনপির আহবায় আলী আহমদ, সদস্য সচিব আক্তার হোসেন, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান, মাগুরা জার্নালিস্টি নেটওয়ার্কের সদস্য সচিব রূপক আইচ, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এন কামরুল ইসলাম, জাতীয় সাপ্তাহিক বাংলার বর্ণমালা পত্রিকার পরিবার বর্গসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।