সবার কথা বলে

মোটরসাইকেল চুরির সিন্ডিকেট সৈয়দপুরের শাহআলম

0 277
মোটরসাইকেল চুরির সিন্ডিকেট সৈয়দপুরের শাহআলম।
মাসুদুর রহমান:
পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি চুরি একটি সিসি টিভির সূত্র ধরে ও গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার নিয়ামতপুর এলাকা থেকে তাকে হাতে নাতে ধরা হয়। সৈয়দপুরের এক শীর্ষ নেতার গ্রুপের লোকজনদের সাথে থেকে বিভিন্ন অপকর্ম করে বেড়াতো এই শাহ আলম।
তিনি আরো বলেন,আশুলিয়া থানার ভুক্তভোগীর বাড়িতে গেট ভেঙে রাত পৌনে ৯টার দিকে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী জহিরুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার এস আই জাহাঙ্গীর আলম বলেন, গ্রেপ্তার শাহ আলম সক্রিয় মোটরসাইকেল চোরের দলনেতা। মূলত মোটরসাইকেলটি চুরি করে প্রথম গ্রুপটি দিনাজপুর নিয়ে যায়। পরে দিনাজপুর থেকে আরেকটি গ্রুপ হয়ে সৈয়দপুরে শাহ আলমের কাছে পৌঁছায়। শাহ আলম হলো চোরের মাফিয়া।
এই চক্রের অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার আসামিকে আশুলিয়া থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে ২৮ আগস্ট আশুলিয়ার কলতাসুতী এলাকার বাড়ির গেট ভেঙে ১৫০ সিসির ইয়ামাহা ফেজার মডেলের মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। যার বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা।
গ্রেপ্তার আসামি শাহ আলম ওরফে দুখু নীলফামারীর সৈয়দপুর থানার কুন্দল পশ্চিমপাড়া গ্রামের মৃত গমির উদ্দিনের ছেলে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.