সবার কথা বলে

সৈয়দপুর ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা

0 468
সৈয়দপুর ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা- ২০২৩।
মোঃ মাসুদুর রহমান – (নীলফামারী):
নীলফামারীর সৈয়দপুর ডায়াবেটিক সমিতি-২০২৩ (১৬ই সেপ্টেম্বর) রোজ শনিবার, দুপুর আড়াইটার সময় সাধারন সভার মাধ্যমে আগামী দুই বছরের জন্য একটি নতুন কমিটি গঠন করা হয়।
সভায় সকলের অনুমতিক্রমে সভাপতি হিসেবে ডা: আবু আহমেদ মুর্তজা ও সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডা:শাহ মতিয়ার রহমান এবং সিনিয়র সহ সভাপতি শহীদ পরিবারের সন্তান, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মহসিনুল হক মহসিনকে নির্বাচিত করে বাকি অন্যান্য ডাক্তারদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য এই ডায়াবেটিক সমিতি পরিচালিত ডায়াবেটিক হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ২০১৯ সালের ১২ই জুলাই রোজ (শুক্রবার) বিকেলে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে, হাসপাতালের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেছিলেন। সে সময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলিম, পদ্মাসেতু প্রকল্পের প্রধান সমম্ময়ক মেজর জেনারেল আবু সাইদ মো: মাসুদ, বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি অধ্যাপক ডাক্তার এ কে আজাদ খান সহ সৈয়দপুরের অসংখ্য মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পার্বতীপুর সড়কের সুলতান নগর এলাকায় এই ডায়াবেটিক হাসপাতাল স্থাপনা হওয়ার পূর্বেও নতুন বাবুপাড়ায় স্বল্প পরিসরে গড়ে তুলেছিল। দীর্ঘদিন এই সমিতির নিরলস প্রচেষ্টার মাধ্যমে বর্তমান  সৈয়দপুরের এই আধুনিক ডায়াবেটিক হাসপাতাল। পার্বতীপুর সড়কের সুলতান নগর এলাকায় প্রায় ১৪৫ শতক নিজস্ব জায়গার উপর সৈয়দপুর ডায়াবেটিক হাসপাতাল ভবনের নির্মাণ করা কাজ এখনো বিদ্যমান।
উল্লেখিত জায়গার মধ্যে ১০০ শতক জমি হাসপাতাল ভবন নির্মাণের জন্য স্বেচ্ছায় দান করেন শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মরহুম সুলতান উদ্দিন প্রামানিক।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.