প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৩, ১:২৭ পূর্বাহ্ণ
শ্রীপুরে ৩ দিনব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন
মোঃ মিরাজ শেখ - (মাগুরা):
মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উপলক্ষ্যে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে শ্রীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. সাইফুজ্জামান শিখর। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীন, মাগুরা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও মাগুরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ ইকরাম আলী বিশ্বাস, সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. মসিয়ার রহমান, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সবুর, আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় প্রমুখ। জনসচেতনতা তৈরি ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়াতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বক্তারা।
উন্নয়ন মেলা উপলক্ষ্যে উপজেলা পরিষদ, ৮টি ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর সেবা সংক্রান্ত স্টল দেন। এসব স্টলে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ দর্শকদের দেখানো হচ্ছে। এতে তৃণমূলের সেবার নানান দিক ও অপার সম্ভাবনা ফুটে উঠছে।
© 2023 - দৈনিক সংবাদের পাতা