অযোগ্য লোক
মোঃ ফরহাদ হোসেন
খালি কলস বাজে বেশি
ভরা কলস ডুব।
অযোগ্য লোকে চিল্লানি বেশি
যোগ্যরা থাকে চুপ,
মেট্রিক পাশে সরকারি পেশা
বি.এ পাশে ভ্যান,
অযোগ্য লোকে চেয়ার দখল
নাই সঠিক জ্ঞান।
যার-জ্ঞান নাই'রে ভাই
মনুষ্যত্ব থাকবে কিসে
মামা-খালু নাই'রে ভাই
চাকরি হবে কিসে।
চাকরির বাজার মেধা নয়
লাগবে বহু টাকা,
তাহলে তোমার বড়-সড়
চাকরি হবে ঢাকা।
চাকরি হলে পাবে তুমি
সরকারি সোনার হরিণ,
রং-বেরঙের জুটবে তখন
লাল-নীল ফড়িং।