প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৫, ১:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৩, ২:৩৩ পূর্বাহ্ণ
বালিয়াডাঙ্গীতে ৩৭৫৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক জন আটক

মোঃ সাইফুল ইসলাম - (ঠাকুরগাঁও প্রতিনিধি):
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে ৩৭৫৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ইলিয়াস আলী ওরফে নিরব (৩০) নামের এক মাদক কারবারি আটক করা হয়েছে
শুক্রবার (২২) সেপ্টেম্বর রাতে তিন ঘটিকায় সময় ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার ৬ নং ভানোর ইউনিয়নের দুর্গাপুর কাশিডাঙ্গা গ্ৰ্যামে এ অভিযান পরিচালনা করা হয়।এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বালিয়াডাঙ্গী থানা পুলিশের একটি বিশেষ দল, এ সময় নিরব নামের এক মাদক ব্যবসায়ী নিজ বাড়ি তল্লাশি করে ৩৭৫৫ পিজ ইয়াবা টেবলেট সহ ইলিয়াস আলী ওরফে নিরব(৩০) নামের এক মাদক কারবারিকে আটক করে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।
আটককৃত ইলিয়াস আলী ওরফে নিরব ওই গ্ৰামের আব্দুল খালেকের ছেলে। বিষয়টি নিশ্চিত করে বলেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খাইরুল আলম।
এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে আটককৃত আসামিদের ঠাকুরগাঁও জেলা কারাগারে পেরণ করা হয়।
© 2025 - দৈনিক সংবাদের পাতা