0 378

মাগুরার শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার’কে বিদায় সংবর্ধনা।
মোঃ মিরাজ শেখ – (মাগুরা):
মাগুরার শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে মুক্তিযোদ্ধাদের একাংশের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বীরমুক্তিযোদ্ধা মোঃ আলেপ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডু, যুদ্ধকালীন কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ, যুদ্ধকালীন কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, উপজেলা মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা খবির হোসেন খান, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল প্রমুখ। মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের সদস্য সচিব মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমান্ডারগণ ও বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারকে অতিথিগণ ও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ সম্মাননা ক্রেস্ট তুলে দেন। উল্লেখ্য, উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদারকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যশোর জেলায় পদায়ন করা হয়েছে।