আফসিরের নেসা মেমোরিয়াল ফাউন্ডেশনের স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠিত।
নিজস্ব প্রতিনিধি
আবদুল্লাহ আল মামুন:
রবিবার সকালে ফেনী জেলার সোনাগাজী থানার সুলাখালী খাজা আহম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে আফসিরের নেসা মেমোরিয়াল ফাউন্ডেশনের অর্থায়নে স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাকের আহম্মদের উপস্হাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রচার সম্পাদক প্রকৌশলী আজগর হোসাইন,দৈনিক আমাদের সময় সোনাগাজী প্রতিনিধি সাংবাদিক ওমর ফারুক, দৈনিক মানবকন্ঠ সোনাগাজী প্রতিনিধি সাংবাদিক এস.এন আবছার। মতিগঞ্জ আরএম হাট কে উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সাহাব উদ্দিন, ফাউন্ডেশনের লিগ্যাল এডভাইজার ও ঢাকা জেলা জজ আদালতের শিক্ষা নবিশ আইনজীবি আবদুল্লাহ আল মামুন।
প্রধান অতিথি হিসেবে উপস্হিতন ছিলেন স্থানীয় ইউপি সদস্য আবদুল আজিজ স্বপন।
সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রত্না রানী রায়।
অনুষ্ঠানে উপস্হিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আফসিরের নেসা মেমোরিয়াল ফাউন্ডেশনের সদস্য ইশরাত জাহান ইশিতা এবং মাঈন উদ্দীন মামুন।
ফাউন্ডেশনের লিগ্যাল এডভাইজার আবদুল্লাহ আল মামুন বলেন – আফসিরের নেছা মেমোরিয়াল ফাউন্ডেশন ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে উপজেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী, স্কুল ড্রেস, শিক্ষা বৃত্তি বিতরণ করে আসছে, তারই ধারাবাহিকতায় সুলাখালী খাজা আহম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ জন ছাত্র ছাত্রী কে স্কুল ড্রেস প্রদান করা হয়েছে। ভবিষ্যতে আমরা আমাদের এ ধরনের কর্মকান্ড অব্যাহত রাখবো ইনশা আল্লাহ।
সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রত্না রানী রায় উক্ত ফাউন্ডেশনকে ধন্যবাদ এবং ফাউন্ডেশনের সফলতা কামনা করে সমাপ্তি ঘোষনা করেন।