সবার কথা বলে

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের উদ্যোগে সাভারে সমাবেশ

0 300
সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের উদ্যোগে সাভারে সমাবেশ।  
নিজেস্ব প্রতিনিধিঃ
ইসলামী আন্দোলন বাংলাদশে-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীরসাহেব চরমোনাই) বলেছেন, দেশে মারাত্মক সঙ্কট সৃষ্টি হয়েছে। ক্ষমতাসীন সরকার ও নির্বাচন কমিশন দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে ব্যর্থ হলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অস্তিত্ব সংকটে পড়ার সম্ভাবনা রয়েছে।
চরমোনাই পীর আরও বলেন, সরকার উন্নয়নের কথা বলে জনগণের নাগরিক অধিকার কেড়ে নিয়েছে। দেশে এখন জনগণ নিজের ভোট নিজে দিতে পারে না। জনগণ আজ তাদের ভোটের অধিকার, ভাতের অধিকার থেকে বঞ্চিত।
২৬শে সেপ্টেম্বর”মঙ্গলবার বিকেলে সাভারে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান নির্বাচন কমশিনারের পদত্যাগ ও সংখ্যাানু পাতিক নির্বাচন (PR) পদ্ধতির প্রবর্তন ও সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঢাকা জেলা সভাপতি মোহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে ও সেক্রেটারি টি এম মাহফুজ হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন,কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী,ঢাকা দক্ষিণ জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি হাফেজ মাওলানা জহিরুল ইসলাম প্রমূখ।
এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয়, জেলা ও থানা শাখার নেতৃবৃন্দ। মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ তার বক্তব্যে বলেন, প্রশাসনের লোকেরা জনগণের কর্মচারী। আপনারা জনগণের অধিকার নষ্ট করবেন না। সংবিধান স্বীকৃত সভা সমাবেশ করতে বাধা দেবেন না। সব ধরনের প্রশাসনিক হয়রানি বন্ধ করুন, তবেই জনগণ আপনাদের ভালোবাসবে।
প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, বঙ্গবন্ধু নিহত হওয়ার পরে তার যেমন বড় ধরনের কোন সম্পদ পাওয়া যায়নি। কিন্তু তার আদর্শের নামধারী বর্তমান অধিকাংশ আওয়ামীলীগ নেতাদের বিদেশে সেকেন্ড হোম আছে। তারা জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করছে।
এছাড়াও এসময় দলটির অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.