সবার কথা বলে

গলাচিপায় অর্থের অভাবে পরে আছে নদী ভাঙ্গন রক্ষার কাজ

0 365
গলাচিপায় অর্থের অভাবে পরে আছে নদী ভাঙ্গন রক্ষার কাজ; জনমনে আতংক ! 
মু. জিল্লুর রহমান জুয়েল – (পটুয়াখালী):
পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৬নং ডাকুয়া ইউনিয়নের রামনাবাদ নদী ভাঙ্গন রক্ষায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে অর্থ বরাদ্ধ না থাকায়, দীর্ঘ দিন ধরে পরে আছে। এতে যেমনি নদী ভাঙ্গন রক্ষা করা যাচ্ছেনা, তেমনি বালু ভর্তী শত শত জিও বেগ গুলো শ্যাওলা পরে নদীর পাড়ে পরিত্যক্ত অবস্থায় নদীর পাড়ে পরে আছে।
সরজমিনে স্থানীয় জনসাধারণের কাছ থেকে জানা যায়, সরকারের বা জনগনের টাকায় নদী ভাঙ্গন রক্ষার জন্য জিও ব্যাগ গুলো বরাদ্ধ দিলেও, কোন তদারকি না থাকায়, ঠিকাদার প্রতিষ্ঠান নিজের মনগড়া যেখানে সেখানে জিও ব্যাগ গুলো ফেলছে, যা কোন কাজেই আসছেনা।
এছাড়া কোটি টাকার কাজ কোথায় কি হচ্ছে?  কোথায় জিও ব্যাগ ফেলা হচ্ছে ? কারা তদারকী করছে ? জনসাধারণ কিছুই দেখছেনা। এছাড়া
চলতি বছরের জুন জুলাই মাইসেলীয়  ঠিকাদার প্রতিষ্ঠান অপরিকল্পিত ভাবে নিজের মন মতো কিছু সংখ্যক জিও ব্যাগ নদীতে ফেলে যা কোন কাজেই আসেনি।
যার কারনে প্রতিদিন নদী ভাঙ্গন যেন লেগেই আছে। যে কোন সময়ে বড় ধরনের দূর্যোগ নেমে আসতে পারে। তাই কর্তৃপক্ষের কাছে দ্রুত সংস্কারের অনুরোধ জানান বিভিন্ন জনসাধারণ।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, চিহ্নিত নদী ভাঙ্গন এলাকায় জনসাধারণের জীবন মাল রক্ষায়, মেসার্স  ইউনুস এন্ড ব্রাদার্স প্রতিষ্ঠানকে টেন্ডারের মাধ্যমে ২৫০ মিটার নদী ভাঙ্গন রক্ষায় ১ কোটি ৭২ লাখ টাকায় ৫০ হাজার জিও ব্যাগে প্রতি ব্যাগে ২০০ কেজি বালু বরাদ্ধ দেয়া হয়।
এবিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ আল আমিন এর সাথে যোগাযোগ হলে, নিয়োম অনুযায়ী জিও ব্যাগ নদীতে ফেলা হয়েছে। এছাড়া বর্তমানে, এ কাজের কোন ফান্ড নাই, তাই কোন কাজ হচ্ছেনা, অর্থ বরাদ্ধ পেলে কাজ করবো বলে তিনি জানান।
পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মোঃ আরিফ হোসেন মুঠোফোনে গণকন্ঠ কে জানান, অপরিকল্পিত ভাবে জিও ব্যাগ নদীতে ফেলার কোন সুযোগ নেই। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ পর্যালোচনা বা পর্যবেক্ষণ করছে। এছাড়া প্রকল্পটিতে ১ কোটি ৭২ লাখ টাকা, ৫০ হাজার জিও ব্যাগ রাদ্ধ হলেও বর্তমানে এই ফান্ডে কোন অর্থ বরাদ্ধ না থাকায় গলাচিপার ডাকুয়া নদীর ভাঙ্গন রক্ষার কাজ ধীরগতিতে আগাচ্ছে। এছাড়া সংশ্লিষ্ট দপ্তরে এবিষয়ে গুরুত্ব সহকারে জানানো হয়েছে, আশা করি, পরিকল্পিত ভাবেই দ্রুত কাজ শুরু হবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.