ঢাকা জেলার আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে জামগড়া বেরণে ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর শনিবার বিকেল ৪ টায় জামগড়ার মুসলিম প্লাজায় এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহিদুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ সুমন ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুলিয়া থানার তদন্ত ওসি মোমিনুল ইসলাম।জামগড়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর অমিতাভ, জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক আহ্বায়ক কমিটির সদস্য সচিব সানাউল্ল্যাহ ভূঁইয়া সানি। জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক আহ্বায়ক কমিটির ইদ্রিস আলী, আশুলিয়া থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মীর সহ স্হানীয় ব্যক্তি বর্গ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন পুলিশের চৌকস অফিসার বিট ইনচার্জ এসআই নূর খাঁন এবং সহকারী বিট অফিসার এস আই অমিতাভ চৌধুরী এছাড়াও আরো উপস্থিত ছিলেন আশুলিয়া থানার চৌকস অফিসার আফজাল।
এ সময় ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সভায় অতিথিবৃন্দরা বিভিন্ন বিষয় নিয়ে জনসাধারণ এবং এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন। তাছাড়া মাদক কিশোর গ্যাং ইভটিজিং সহ আত্মহত্যার প্রবণতা কমাতে সকলের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।