ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলের উপজেলার গন্ডগ্রামে একটি অটো চার্জার গাড়ি শনিবার সকাল ১১:০০ ঘটিকায় নেকমরদ হতে ভাউলারহাট যাওয়ার পথে নিমন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সড়ক দুর্ঘটনার এক শিশু নিহত হয় আহত হয় আরো তিন জন। অটোতে থাকা যাত্রী অনুশ্রী(৪) ঘটনাস্থলেই মারা যায়। আশংকাজনক অবস্থায় আরো দুইজনকে রাণীশংকৈল এর ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্সের উদ্ধারকর্মীদল আহতদেরকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে ভর্তি করে।
এছাড়াও গুরুতর আহত একজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি পাঠানো হয়েছে। আরো দুইজন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্ঘটনার বিষয়টি তদন্তনাধীন রয়েছে। যা পরে সড়ক দুর্ঘটনা আইনে রাণীশংকৈল থানা পুলিশের মাধ্যমে একটি মামলা রেকর্ড করা হবে