
গলাচিপায় জাতীয় জন্ম ও মৃত্য নিবন্ধন দিবস ২০২৩ উদযাপিত।
মু. জিল্লুর রহমান জুয়েল – (পটুয়াখালী):
পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে ৬’অক্টোবর শুক্রবার বেলা সাড়ে দশটার দিকে উপজেলা চত্তর থেকে উপজেলা প্রশাসনের সকল দপ্তরে কর্মকর্তা, সকল ইউপি চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন স্কুল, মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্য নিবন্ধন দিবস উপলক্ষে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনোরায় উপজেলা চত্তরে এসে শেষ হয়।
পরে উপজেলা মিলনায়তন হল রুমে “নাগরিক অধিকার করতে সুরক্ষণ ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন, নির্ভূল জন্ম- মৃত্যু নিবন্ধন করবো শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব” বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে দিবসটি উপরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, গলাচিপা উপজেলা আও’লীগের সভাপতি- সন্তোষ কুমার দে। আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমী) মোঃ নাসিম রেজা, মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবী, মেডিকেল অফিসার মোঃ মাহবুবুর রহমান, প্রাথমিক শিক্ষা মীর রেজাউল করিম, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ সহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা বৃন্দ। স্বাগতিক বক্তব্য রাখেন গলাচিপা প্রেসক্লাবের সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন। এছাড়া বিশেষ অতিথি তার বক্তব্যে সকল নাগরিকের অধিকার সুঃনিশ্চিত করতে জন্ম ও মৃত্যু নিবন্ধন করতে সংশ্লিষ্ট কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সচিব বৃন্দ ও আমন্ত্রিত অতিথিদের অনুরোধ জানান। এসময়ে গলাচিপা উপজেলার বিভিন্ন বে-সরকারী সমাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য ০৬ অক্টোবর তারিখ-কে “জাতীয় জন্ম নিবন্ধন দিবস”-এর পরিবর্তে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস” হিসাবে উদযাপন এবং দিবসটিকে ‘গ’ শ্রেণিভুক্ত হিসাবে ঘোষণান করা হয়।