প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১১, ২০২৫, ১২:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২৩, ১:৩১ অপরাহ্ণ
আমার বিদ্যালয়

সৈয়দুল ইসলাম
গ্রাম থেকে ঐ একটু দূরে
আমার বিদ্যালয়,
আঁকাবাঁকা মেঠো পথে
যেতে লাগে ভয়।
পড়ালেখায় মন বসেনা
ভয়ের সাথে বাস,
নিজের পায়ে কুড়াল মেরে
ডাকছি সর্বনাশ।
কালু মালু পাড়ার ছেলে
পড়ালেখায় ভালো,
আমি বোকার জীবন থেকে
নিভে যাচ্ছে আলো।
আমি আজই পণ করিলাম
বিদ্যালয়ে যাবো,
বই আর কলম হাতে তুলে
জীবনটা সাজাবো।
© 2023 - দৈনিক সংবাদের পাতা