0 525

মাগুরার শ্রীপুরে পাবলিক লাইব্রেরির উদ্বোধন
মোঃ মিরাজ শেখ – (মাগুরা):
মাগুরার শ্রীপুর উপজেলা সদরে ‘শ্রীপুর পাবলিক লাইব্রেরি’ এর আধুনিকায়ন ও লাইব্রেরি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৮ অক্টোবর) সকালে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে লাইব্রেরি উদ্বোধন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, থানার অফিসার ইনচার্জ কাঞ্চন রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশীদ মুহিত, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন, সদর ইউপি চেয়ারম্যান ও পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মো. মসিয়ার রহমান, সহ-সাধারণ সম্পাদক ও শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর, আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, কার্য নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক শিশির শিকদার, অপূর্ব মিত্র, ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম টোকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি বিএম আরিফুজ্জামান সাজ্জাদসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করা হয়। উল্লেখ্য, শ্রীপুর পাবলিক লাইব্রেরীর নিজস্ব অর্থায়নে দ্বিতল ভবনটি নির্মাণ করা হয়েছে।