সবার কথা বলে

সবজিবাহী ট্রাকের সঙ্গে গাছের ধাক্কায় আহত ২৬

0 595
সবজিবাহী ট্রাকের সঙ্গে গাছের ধাক্কায় আহত ২৬
মোঃ সাইফুল ইসলাম – (ঠাকুরগাঁও):
ঠাকুরগাঁও সদর উপজেলার ফাড়াবাড়িতে সবজিবাহী-ট্রাকের-সঙ্গে-গাছের-ধাক্কায়-আহত হয়েছেন-২৬ জন ঠাকুরগাঁও সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. কাউসার হোসেন বলেন, আমরা ২৬জন রোগীকে আহত অস্থায় পেয়েছি। ১৬জনকে ভর্তি করা হয়েছে এবং তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় রংপুরে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
ঠাকুরগাঁওয়ে সবজিবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে, অন্তত ২৬ জন শ্রমিক ঘটনাস্থলে আহত হন। সোমবার বেলা ১টার দিকে সদর উপজেলার আকচা ইউনিয়নের ফারাবাড়ির সামনে শিমুলতলা এলাকায় এই ঘটনাটি ঘটে।
আহতদের ঠাকুরগাঁও জেনারেল সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় ফায়ার সার্ভিসের কর্মীরা।
প্রত্যক্ষ দর্শীদের বরাতে  ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সারোয়ার হোসেন জানান, সবজিবাহী একটি ট্রাক করলা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল।
পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে পাল্টি খায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের তথ্য মতে, ২৬ জন রোগী চিকিৎসা নিতে এসেছিলেন। তার মধ্যে ১৬ জনকে ভর্তি করা হয়েছে বাকি আটজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. কাউসার হোসেন বলেন, ‘আমরা ২৬জন রোগীকে আহত অস্থায় পেয়েছি।
১৬জনকে ভর্তি করা হয়েছে এবং তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় রংপুরে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। কাউসার হোসেন জানান, আহতদের মাঝে অধিকাংশই বুকে ও মাথায় আঘাৎ পেয়েছে

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.