সবার কথা বলে

এডিএমএস এর কিশোরী দলের আলোচনাসভা ও নাটক প্রদর্শিত

0 291
এডিএমএস এর কিশোরী দলের আলোচনা সভা ও নাটক প্রদর্শিত – জামালপুরে। 
মো: এমদাদুল হক – (জামালপুর প্রতিনিধি):
জামালপুর ১০ অক্টোবর মঙ্গলবার কিশোরী দলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আয়োজনে অগ্রগামী দুঃস্থ মহিলা সংস্থা কিশোরী দলের উদ্যোগে এ্যাকসিলারেটিং অ্যাকশন টু এন্ড চাইল্ড ম্যারেজ প্রকল্পের আওতায় আলোচনা সভা ও সচেতনতামূলক নাটক প্রদর্শিত হয়েছে।

 

“কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করি, তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলি” এ শ্লোগানকে সামনে রেখে অগ্রগামী দুঃস্থ মহিলা সংস্থা জামালপুর কিশোরী দলের আয়োজনে সকাল ১০.৩০ ঘটিকার সময় জামালপুর পৌরসভা এর পাথালিয়া কেয়ার বাংলাদেশের সহযোগিতায়, ইউএনএফপিএ বাংলাদেশ-এর অর্থায়নে, বাস্তবায়নকারী এনজিও এফপিএবি এর তত্ত্বাবধানে এ্যাকসিলারেটিং অ্যাকশন টু এন্ড চাইল্ড ম্যারেজ প্রকল্পের আওতায় আলোচনা সভা ও সচেতনতামূলক নাটকটি প্রদর্শিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন – রাশিদা ফারুকী সভাপতি, অগ্রগামী দুঃস্থ মহিলা সংস্থা জামালপুর।

 

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর পৌরসভার পৌর কমিশনার সাইদা আক্তার ১নং ওয়ার্ড জামালপুর পৌরসভা।

 

কিশোরী নাজনীন নিতি এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউএনএফপিএ বাংলাদেশ এর প্রজেক্ট অফিসার রাজু দাস, কেয়ার বাংলাদেশের টেকনিক্যাল কো-অডিনেটর সুরাইয়া সুলতানা, ইউএনএফপিএ বাংলাদেশ এর ফিল্ড অফিসার মোঃ আতাহার আলী, মাহিনুর সিদ্দিকা হ্যাঁপী, কো-অডিনেটর, এফপিএবি, জামালপুর, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা এর নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলম, জামালপুর, জামালপুর পৌরসভার ১,২,৩ নং ওয়ার্ডের সাবেক কমিশনার ও প্যানেল মেয়র সায়মা হামজা সিমি প্রমুখ।

 

আরো উপস্থিত ছিলেন অগ্রগামী দুঃস্থ মহিলা সংস্থার কিশোরী দলনেতা সুরাইয়া আক্তার সহ পাথালিয়া গ্রামের কিশোরীদের অভিভাবকদের মধ্যে প্রায় ১০০ শত মানুষের সমাগম ছিলো।

 

প্রধান অতিথি উদ্বোধনী অনুষ্ঠানে তার মূল্যবান বক্তব্যে উপস্থিত সকল কিশোরীদের সহযোগিতা করার জন্য গ্রামের সম্মানিত সুধীজনদের প্রতি অনুরোধ করেন।

 

কিশোরীদের সামাজিক আন্দোলনে ১৫ জন কিশোরী অংশ নেয়, যাদের বয়স ১২ থেকে ১৮ বছর। এছাড়াও কিশোরীদের মা-বাবা ও উৎসুক পৌরবাসীদের উপস্থিতিতে “নাটক” কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করি এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলি” নাটকটি মঞ্চস্থ হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.