মোঃ মিরাজ শেখ - (মাগুরা):
মাগুরার শ্রীপুরে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে এবং মাদক ও বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ১০ জন আসামীকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।
মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব আসামিদের আটক করা হয় বলে জানায় থানা পুলিশ।আটককৃত মাদক চোরাকারবারির নাম শহিদুল ইসলাম (৪০)। সে ঝিনাইদহ উপজেলার চর খাজুরা গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে। তাকে উপজেলার ওয়াপদা মোড় হইতে আটক করা হয় পরে আদালতে সোপর্দ করা হয়েছে। শ্রীপুর থানা পুলিশ এক প্রেস বিফ্রিংয়ে জানায়, চলমান বিশেষ অভিযানের অংশ হিসাবে শ্রীপুর থানা এলাকায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করিয়া একই দিনে শ্রীপুর থানা এলাকায় ওয়ারেন্ট ভুক্ত ১০জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ১. শাজাহান মিয়া (৪০), ২. ফিরোজ হোসেন (৪০), ৩. সবুর খান (৩০), ৪. শাহিনা খাতুন (৪৫), ৫. অনিক হাসান (৩২), ৬. তরিকুল ইসলাম (৪০), ৭. শাহ আলম ফলা (৪০), ৮. জীবন খা (৩০), ৯. ফিরোজ হোসেন মনু (৪০), ১০. রোজিনা খাতুন (২৮)। এদের সবাইকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার জানান, আইন শৃংখলা রক্ষায় মাগুরা জেলা পুলিশ সুপারের নির্দেশে এই অভিযান চলমান থাকবে। পুলিশ সুপারের দিক নির্দেশনায় গত মঙ্গলবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ১ জনকে ৩০০ পিচ ইয়াবাসহ আটক করা হয় ও শ্রীপুর থানা অধীনস্ত বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ১০ জন আসামীকে গ্রেফতার করে থানা পুলিশ। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান জোরদার ভাবে অব্যাহত থাকবে।