সবার কথা বলে

সৈয়দপুরে মেজর নামে একজন দেহ ব্যবসায়ীর মূল হোতা- জিম্মি করে অর্থ আদায়

0 465
সৈয়দপুরে মেজর নামে একজন দেহ ব্যবসায়ীর মূল হোতা – জিম্মি করে অর্থ আদায়।
মোঃ মাসুদুর রহমান-(নীলফামারী):
নীলফামারীর,সৈয়দপুর উপজেলার ধলা গাছ এলাকার রবির ছেলে নামে মাত্র মেজর ও কাশীরাম বেলপুকুর এলাকার রফিকুল ইসলাম দীর্ঘদিন যাবত দেহ ব্যবসায়ী নারীকে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে বাসা ভাড়া নিয়ে চালায় অবৈধ দেহ ব্যবসা।

 

অর্থ শালিকে টার্গেট করে প্রস্তাব দিয়ে নিয়ে এসে নিজ বাসা প্রবেশ করে মিলিত হয় অবৈধ যৌনতা তারপর নিজের সিন্ডিকেটের কতিপয় বোখাটেদের দ্বারা অমানবিক নির্যাতন। দাবি করা হয় মুক্তিপণের টাকা মুক্তির টাকা পেলে ছেড়ে দেওয়া হয়।

 

এভাবেই জিম্মি করে বরাবরের মতো গত শনিবার সাত অক্টোবর চৌমুহনী এলাকায় নাম প্রকাশে অনিচ্ছুক  এক  ব্যক্তিকে জিম্মি করে নগদ ৫০ হাজার টাকা নেয় বলে ওই ভুক্তভোগীর ভাই সূত্রে জানা যায়। ওই নামে মাত্র মেজর  ভারত থেকে অবৈধ পন্থায় গরুর মাংস কলিজা এনে পাইকারি বিক্রয় করে আসছেন এর ফলে এমত অবস্থায় সাংবাদিকরাও হাতে নাতে  ধরেছেন বলে জানা গেছে এলাকা সূত্রে আরো জানা যায় রফিক ও মেজর মাদক সহ একাধিক সিন্ডিকেটের সাথে জড়িত আছেন।

 

এদিকে এডিশনাল এসপি রোকনুজ্জামান রোকন সৈয়দপুর থানায় বলেন ধলা গাছ এলাকায় মাদকে ছেয়ে গেছে এ বিষয়ে পদক্ষেপ নিতে সৈয়দপুর থানা ওসি তদন্তকে নির্দেশ দেন। বলেন আমার শুভাকাঙ্ক্ষী কিংবা আপনজন যদি মাদকের সাথে জড়িত থাকে তাকেও কোন ছাড় দেয়া হবে না। তিনি আরো বলেন আমি পাবনা জেলায় মাদক নির্মূল করতে অনেকটা সক্ষম হয়েছি আপনারা চেষ্টা করলে সম্ভব।

 

ওসি তদন্ত বলেন সাংবাদিক ও এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন তাহলেই মাদক জুয়া দেহ ব্যবসা সহ সকল অপকর্ম নির্মূল করা সম্ভব।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.