0 246

সৈয়দপুর তামান্না সিনেমা হলে দর্শক শূন্য ” মুজিব একটি জাতির রূপকার ছবি”
মোঃ মাসুদুর রহমান
সৈয়দপুর নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর, সৈয়দপুর তামান্না সিনেমা হলে চলছে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমানের বায়োপিক ছবি “মুজিব একটি জাতির রূপকার “।
১৪ই অক্টোবর শনিবার সন্ধ্য ৬ টায় ৭ জন ও রাত ৯ টা শো তে দর্শক শূন্য ছিল বলে জানা যায়। যে চার জন টিকেট কেটে ছিল পরে তারাও বের হয়ে যায়।সরে জমিন গিয়ে রাত ১০:৩০ মি টার সময় দর্শক শূন্য পাওয়া যায়।
নীলফামারি জেলার একমাত্র হল সৈয়দপুর তামান্না সিনেমা হল।অবাঙ্গালী অধ্যুষিত সৈয়দপুরে এ ছবিটি চলছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক এ ছবিতে ৫২ এর ভাষা আন্দোলন, ৬৬:এর ছয় দফা, ৬৯ এর গণঅভ্যুথান, ৭০ এর নির্বাচন, ৭১ এর স্বাধীনতা যুদ্ধ, ৭৫ এর কালো রাত্রী সম্পর্কে ফুটিয়ে তোলা হয়েছে। এই ছবি থেকে অনেক কিছু শেখার আছে। প্রত্যেক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তথা নতুন প্রজন্মকে এ ইতিহাস জানতে হবে। অনেক কিছু শেখার আছে বলে মনে করেন দর্শকরা।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনুরোধ করেছেন সবাইকে এ ছবিটি দেখার জন্য।অথচ নীলফামারী জেলার সৈয়দপুরে একমাত্র তামান্না সিনেমা হলটি দর্শক শুন্য যা অনেককে অবাক করেছে। তামান্না সিনেমার হল মালিক মো ঝন্টু বলেন, এভাবে দর্শকশূন্য অব্যহত থাকলে আমি লোকসানের শিকার হচ্ছি । এ সপ্তাহে ছবিটি নামিয়ে ফেলতে বাধ্য হব । যা সৈয়দপুর তথা নীলফামারীবাসীর জন্য ভাল হবে না।
উল্লেখ্য যে, ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায় যে,।গত ১০ আগস্ট মুক্তি পায় সুপারস্টার রজনীকান্তের জেলার সিনেমা।সিনেমাটি মুক্তির দিন চেন্নাই ও বেঙ্গালুরুর অফিস কর্মচারীদের জন্য ছুটি ঘোষণা করেছিল । শুধু তাই নয়, কোম্পানিগুলো তাদের কর্মীদের বিনামূল্যে টিকিটও দিয়েছিল।