সবার কথা বলে

ফেনসিডিলসহ গ্রেফতার হ‌ওয়া সাবেক ইউপি সদস্য কারাগারে

0 270
বালিয়াডাঙ্গীতে ফেনসিডিলসহ গ্রেফতার হ‌ওয়া সাবেক ইউপি সদস্য কারাগারে।
মোঃ সাইফুল ইসলাম – (ঠাকুরগাঁও):
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ফেনসিডিলসহ এক সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম (৩৫) নামের আটক করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) গভীর রাতে বালিয়াডাঙ্গী  উপজেলার সনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সাইফুল ইসলাম উপজেলার বড়বাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। তিনি সর্বমঙ্গলা গ্রামের আবুল কাশেমের ছেলে।
পুলিশ সূত্রে জানায়, একটি গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানা পুলিশ অভিযান চালিয়ে রাতে ইউপি সদস্যকে আটক করে। এ সময় তার কাছ থেকে মোট পাঁচ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক আনোয়ারুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেছেন।বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, মামলার পর আটককৃত আসামিকে শুক্রবার দুপুরে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.