0 335

মাগুরার শ্রীপুরে বসতবাড়িতে অ*গ্নি*কা*ণ্ডে নি”হ”ত ২, গুরুতর আ-হ-ত – ১
মোঃ মিরাজ শেখ – (মাগুরা):
মাগুরার শ্রীপুরে বসতবাড়িতে ভয়াবহ অ”গ্নি”কা”ণ্ডে দুজন নি-হ-ত হয়েছেন ও একজন গুরুতর আ’হ’ত হয়েছেন। শনিবার (১৪ অক্টোবর) ভোর চারটার দিকে উপজেলার আমলসার ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নি”হ”ত”রা হলেন আরশেদ শেখ কানু(৪৫) ও সবিরন বেগম(৪০)। এর মধ্যে সবিরন অ*গ্নি*দ*গ্ধ হয়ে ও আরশেদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা”রা গেছেন। গুরুতর আহত হয়েছেন- জাহাঙ্গীর শেখ(৪২)। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খরব পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম ঘটনাস্থলে যেয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর চারটার দিকে কচুবাড়িয়া গ্রামের আলম শেখের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। দ্রুত পাশের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। পাশের বসতঘরে থাকা সবিরন বেগম আগুনে আটকে পড়েন। পরে শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সবিরন বেগমকে মৃ”ত অবস্থায় উদ্ধার করা হয়। আগুন নেভানোর জন্য প্রতিবেশী আরশেদ শেখ ও জাহাঙ্গীর শেখ এগিয়ে এলে তাঁরা দুজন বিদ্যুৎস্পৃষ্টে আ-হ-ত হন। পরে তাঁদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে আরশেদ শেখের মৃ”ত্যু হয়।
শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার জাহাঙ্গীর হোসেন বলেন, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা ঘটনাস্থলে উপস্থিত হন।
আগুনে তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ঘটনাস্থলে তদন্ত কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তদন্তের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।