0 255

জামালপুরে পালিত হয়েছে সবুজ ও আধুনিক প্রযুক্তিগত বিনিয়োগ বাড়ানোর দাবীতে র্যালী, মানব বন্ধন কর্মসূচী।
মো:এমদাদুল হক–(জামালপুর প্রতিনিধি):
নবায়নযোগ্য জালানীতে বিনিয়োগ বৃদ্ধি ও চীনা লোনের সকল চুক্তি জনসম্মুখে প্রকাশ করার দাবীতে জামালপুরে র্যালী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ অক্টোবর-২০২৩ তারিখ সকাল ১১ টায় শহরের পিটিআই গেইট সংলগ্ন মহাসড়কে র্যালী ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মাটি বাংলাদেশ ও এসপিকের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ মানবতা ফোরামের চেয়ারম্যান এম,এইচ,মজনু মোল্লা।
বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও জেএসডি জেলা সভাপতি মোঃ আমির উদ্দিন, কলামিষ্ট মশিউল আলম বাবলু, সাংবাদিক সৈয়দ মনিরুল হক নোবেল, নির্বাহী পরিচালক, রাউডো, মোহাম্মদ সেলিম, , এসপিকে‘র প্রধান নির্বাহী মোহাম্মদ এনামুল হক, গণমাধ্যম ও মানবাধীকার কর্মী ডাঃ শফিকুল ইসলাম আজাদ খান প্রমুখ।
মানববন্ধন শেষে এসপিকে মিটিং রুমে “আমাদের ঋণের মোঝা বিআরআই’ একুশ শতকের সিল্ক রোড়” বিষয়ক আলোচনা সভায় লিখিত কি—নোট পেপার উপস্থাপন করেন, এসপিকে’র প্রধান নির্বাহী মোহাম্মদ এনামুল হক। আলোচনা সভায় বক্তারা দাবী করেন, চীনা লোনের সকল চুক্তি জনসম্মুখে প্রকাশ করতে হবে।
চীনা লোনের আওতায় জীবাশ্ম জ্বালানিতে সকল বিনিয়োগ বন্ধ করতে হবে। বাস্তবায়িত প্রকল্পে পরিবেশ মানবাধিকার শ্রমাধিকার রক্ষায় যথাযথ পদক্ষেপ নিতে হবে। বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে ক্ষতিগ্রস্ত, নিহত ও আহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।