আমার মা প্রকাশিত: অক্টো ১৮, ২০২৩ 0 368 Share আমার মা কলমে- মুনতাজের আল জাহেদী ৭ম শ্রেণি জে. বি. উচ্চ বিদ্যালয় মাগো তুমি আমার কাছে সবচেয়ে বড় ধন জড়িয়ে রেখেছো তুমি আমায় সারাটি জীবন। সব কষ্ট ভুলে গিয়ে জড়িয়ে রেখেছো মোরে দিনাতিপাত করছো মাগো কষ্ট সহ্য করে। একটু খানি জ্বর হলেই রাত জেগেছো তুমি মাগো তুমি সবার কাছে হয়েছো অনেক দামী। এখনো মা আমায় ভেবে দিন করেছো ক্ষয় আমার কষ্টে তোমার হৃদয় কাঁপছে সর্বময়। তুমি মাগো আমার কাছের সবসময়ের ছায়া দিন করেছো ক্ষয় তুমি দিয়েছো অনেক মায়া। তোমার হাসি বিশ্বসেরা জানে জগতবাসী বুকে টেনে নিলে মাগো একটু দিলে হাসি। পারবোনা মা কবু দিতে তোমার দুধের ঋন দোয়া করি বিধি যেন তোমায় বাঁচায় দীর্ঘদিন।