0 302

সৈয়দপুরে শেখ রাসেল দিবস পালিত
মোঃ মাসুদুর রহমান
নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় শেখ রাসেল দিবস পালিত। সৈয়দপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৮:৩০ মিনিটে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের অভ্যন্তরে শেখ রাসেলের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সেখান থেকে একটি র্যালি বের হয়৷ র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফায়সাল রায়হান, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোখছেদুল মোমিন ও সাধারণ সম্পাদক মোঃ মহসিনুল হক মহসিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম রাশেদুজ্জামান রাশেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।
ঢাকা হতে প্রামান্য চিত্র, প্রদর্শন উপভোগ সহ অন্যান্য কর্মসূচী পালন করা হয়।