আওয়ামী লীগ উস্কানি দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় : ডাঃ ইরান
একেএম মহিউদ্দিন -- (বিশেষ প্রতিনিধি):
আ:লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের ‘উস্কানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছেন’ বলে মন্তব্য করে আওয়ামী লীগ গাড়ে পড়ে সংঘাত সৃষ্টি করার পায়তাড়া করছে। শাপলা চত্বর হত্যাকান্ড নিয়ে তার বক্তব্যই প্রমান করে ৫ মে সরকার নির্বিচারে আলেম ওলামাদের হত্যা করেছে। ওবায়দুল কাদেরের বক্তব্যে প্রমান করে অধিকার পরিচালক আদিলুর রহমানের প্রকাশিত রির্পোট সত্য। তারা হেফাজতের মতো গনতন্ত্রকামীদের ওপর বর্বর হত্যাযজ্ঞ চালিয়ে আন্দোলন দমাতে চায়। শান্তিপুর্ন আন্দোলনে সরকার সাড়া না দিলে দেশে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হবে। বিএনপি ও সমমনা শক্তি শান্তির্পুন সমাধান চায়। তাই বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, পদযাত্রা, অবস্থান কর্মসুচী দিয়ে আসছে। সরকারের জনগনের দাবী মেনে না নিলে শীঘ্রই ঘেরাও অবরোধ হরতাল সহ কঠিন কর্মসুচী দেয়া হবে।
তিনি আজ ১৮ অক্টোবর (বুধবার) বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসায় বিদেশ প্রেরনসহ একদফা দাবীতে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে একথা বলেন।
শেখ হাসিনা সরকারের পতন খুবই নিকটে মন্তব্য করে ডাঃ ইরান বলেছেন, বিনাভোটের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতঘন্টা বেজেগেছে। এমপি-মন্ত্রীদের আবোল তাবোল বক্তব্যই প্রমান করে ভোট চোর মাফিয়া সরকারের পতন খুবই নিকটে। তিনি দেশের জনগন ও আর্ন্তজাতিক গনতন্ত্রকামী উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ক্ষমতার হারানোর সিগনাল পেয়েছেন। জনগন আওয়ামী জুলুমতন্ত্র থেকে মুক্তি চায়। দুর্নীতি লুটপাট ও অর্থপাচারের মাধ্যমে দেশের অর্থনীতিকে তলাবিহীন ঝুড়িতে পরিনত করেছে। দেশ আজ অকার্যকর ও ব্যর্থ রাষ্ট। সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সরকারের অজ্ঞাবহ দলবাজ দিয়ে আওয়ামীকরন করা হয়েছে। বিগত ১৫ বছরে কিছু ইট-পাথরের স্থাপনা ছাড়া সরকারের কোন অর্জন নাই।
কর্মসুচীতে বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম রাজু, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, মানবাধিকার সংরক্ষন সংস্থার চেয়ারম্যান এডভোকেট জোহরা খাতুন জুঁই, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব মুফতি তরিকুল ইসলাম সাদী, মোহাম্মদ রুম্মান সিকদার, সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম, কেন্দ্রিয় সদস্য শওকত হোসেন চৌধুরী, মহানগর নেতা ডাঃ ইউসুফ আলী, ইমরান হোসেন ও ছাত্রমিশন সভাপতি সৈয়দ মোঃ মিলন, প্রচার সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ।