সবার কথা বলে

সোনাইমুড়ীতে হকার উচ্ছেদ অভিযান ও জরিমানা আদায়

0 328

সোনাইমুড়ীতে হকার উচ্ছেদ অভিযান ও জরিমানা আদায়।

 

একেএম মহিউদ্দিন

বিশেষ প্রতিনিধি:

 

নোয়াখালী জেলার সোনাইমুড়ী পৌর বাজারে কালীবাড়ি রোডে হকার মুক্ত অভিযান পরিচালিত হয়। আসন্ন দূর্গাপূঁজা উপলক্ষে কালীমন্দির রোডে হকার ও দোকানের সামনে দোকানিরা টেবিল বসিয়ে রাস্তায় চলাচলে বাঁধা ও যানজট সৃস্টি করায় ৯ টি দোকানে জরিমানা করা হয় সর্বমোট ১৫০০০/-(পনের হাজার টাকা)।

 

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইসমাইল হোসেন উপস্থিত থেকে এই অভিযান পরিচালনা করেন।
জনাব ইসমাইল হোসেন বলেন, আমরা সবাই মিলে চেষ্টা করলে এই বাজারের পরিবেশ সুন্দর, পরিচ্ছন্ন রাখতে পারি। আমরা যখন অভিযান দিই তখন সব ঠিক!
আবার আমরা চলে যাওয়ার পর পূর্বের অবস্থায় ফিরে যায়।

তাই আমরা এই অভিযান নিয়মিত চালিয়ে যাবো
আপনারাও আমাদের সহযোগিতা করবেন। রাস্তা ক্লিয়ার থাকলে পথচারী এবং বাজার নিয়ে চলাচল করতে আপনারাই উপকৃত হবেন কয়েকজন হকারের জন্য আমরা এই পরিবেশ নস্ট করতে দিতে পারিনা। তাই তিনি হকার ও ছোট ব্যবসায়ীদেরকে বলেন মাছবাজার রোড ও তরকারি বাজার রোডে রাস্তার উপর বসে ব্যবসা করা এবং উপরে তেরপাল টানানো থেকে বিরত থাকতে হবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.