সবার কথা বলে

শ্রীপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দূর্গোৎসব

0 258
শ্রীপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দূর্গোৎসব।
মোঃ মিরাজ শেখ – (মাগুরা):

মাগুরার শ্রীপুরে  ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব শেষ হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রতিমা বিসর্জ্জনের মধ্যদিয়ে শেষ হয় সনাতন হিন্দু ধর্মাবলম্বীর সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গোৎসব। এ বছর উপজেলার ১৫১ পূজা মণ্ডপে পূজার আয়োজন চলে। হিন্দু শাস্ত্র মতে, এ বছর দেবী দূর্গা ঘোড়ায় চড়ে মত্যৃলোকে আগমন এবং ঘোড়াই চড়ে কৈলাসে প্রস্থান করে।

 

শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মনোরঞ্জন সরকার বলেন, অত্যন্ত শান্তিপূর্নভাবে দূর্গাপূজা শেষ হয়েছে। মা দূর্গা কৈলাসে পাড়ি জমিয়েছে। দূর্গোৎসবের মধ্যদিয়ে সকল অপশক্তির বিনাশ হোক। এবং সবার জীবনে বয়ে আনুক মঙ্গল, সুখ, শান্তি ও সমৃদ্ধি। 

প্রতিবারের মতো এবারও সুষ্ঠু ও সুন্দরভাবে দুর্গোৎসব সম্পন্ন হয়েছে। তবে এর পেছনে কৃতিত্ব রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশ সদস্য, আনসার ও ভিডিপি সদস্য, ফায়ার সার্ভিস, গ্রাম পুলিশ, জনপ্রতিনিধিবৃন্দ, স্বেচ্ছাসেবক দল ও মণ্ডপ কমিটির সদস্যদের। পূজা উদযাপনের সাথে সম্পৃক্ত প্রত্যেকের অক্লান্ত পরিশ্রমের কারণেই এটি সফলভাবে উদযাপিত হয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.