
হাজার হাজার নেতাকর্মী নিয়ে সমাবেশে “মুন্না”
এম এ জব্বারঃ
সোমবার ৩০অক্টোবর বিকাল ৩:০০ঘটিকার সময় রাজধানীর গুলিস্তান আওয়ামীলীগের পার্টি অফিসের সামনে, বিএনপি- জামায়াত অপশক্তি কর্তৃক প্রধান বিচারপতির বাসভবন ও পুলিশ হাসপাতালে হামলা, পুলিশ সদস্য হত্যা, সাংবাদিক নির্যাতন, যানবাহনে অগ্নিসংযোগ, সন্ত্রাস ও দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে কেন্দ্রীয় ১৪ দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উক্ত বিক্ষোভ সমাবেশ সভাপতিত্ব করেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, আমির হোসেন আমু এমপি।
উক্ত সময় কেন্দ্রীয় ১৪ দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উক্ত বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৫ নৌকার মনোনয়ন প্রত্যাশী এমপি পদপ্রার্থী, ঢাকা ৫ সংসদীয় আসন ১৪ দলের সমন্বয়ক, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্নার নেতৃত্বে ঢাকা ৫ এর হাজার হাজার নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা-৫ তৃণমূল আওয়ামী লীগের এই ত্যাগী নেতা হারুনর রশীদ মুন্না আগামীকালের বিএনপি’র হরতালকে প্রতিহত করতে ঐক্যবদ্ধ আছে বলে হুশিয়ারি জানিয়েছেন।