
বিএনপির অবরোধ ঠেকাতে মুন্না’র কঠোর অবস্থান
এম এ জব্বারঃ
রাজধানীর যাত্রাবাড়ীতে ৩১ই অক্টোবর মঙ্গলবার বিএনপির ডাকা সকাল সন্ধ্যা টানা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনে বিএনপিকে প্রতিহত করতে যাত্রাবাড়ীতে সকাল সন্ধ্যা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী পালন করেন ঢাকা-৫ সংসদীয় আসন ১৪ দলের সমন্বয়ক, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ঢাকা-৫ নৌকার মনোনয়ন প্রত্যাশী হারুনর রশীদ মুন্না।
অবরোধ প্রতিহত করতে সকাল থেকে জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে হারুনর রশীদ মুন্নার নেতৃত্বে সকাল ৮ ঘটিকা থেকে দুপুর ১ ঘটিকা পর্যন্ত ঢাকা-৫ এর প্রতিটি ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীবৃন্দ রাজপথে ছিলেন।
এ সময় হারুনর রশীদ মুন্নার সাথে ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, গোলাম সারোয়ার কবীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক, চৌধুরী সাইফুন নবী সাগর।
এরপর বিকেল ৩ ঘটিকা থেকে হারুনর রশিদ মুন্না যাত্রাবাড়ী থেকে জনপদের মোড় পর্যন্ত হাজার হাজার নেতাকর্মীকে সাথে নিয়ে বিক্ষোভ মিছিল করেন।
অবরোধ প্রতিহত করতে ও বিক্ষোভ মিছিলে
ঢাকা-৫ এর হাজার হাজার নেতাকর্মী বৃন্দ অংশ গ্রহন করেন।